शनिवार, 1 अक्टूबर 2016
ফেইসবুক ভালবাসা'
একদম বাস্তব এবং আমার সাথেই ঘটা গল্প।আমার ফ্রেন্ডলিস্টে একটা মেয়ে ছিল নিসু নাম। তাকে রিকোয়েস্ট পাঠিয়ে নাকি সে আমাকে পাঠিয়ে বন্ধুত্ব হয়েছিল মনে নেই।ওকে প্রায় অনলাইনে দেখতাম।আর আমার একটা অভ্যাস সারাদিন অনলাইনে থাকলেও তেমন কারো সাথেই চ্যাট করি না।এই মেয়েটার সাথেও আমি করিনি।প্রায় অনেক দিন পর মেয়েটাই শুরু করল হাই বলে।সেদিন অনেক কথা হল এবং ওইদিনই ভাল ফ্রেন্ডশীপ হল।'ফ্রেন্ডশীপের প্রস্তাবটা ওই দিয়েছিল।কথার মাঝখানে বলেছিল,আচ্ছা আমরা কি এবার বেস্ট ফ্রেন্ড পারি?আমি বললাম,ওকে। তারপর থেকে অনেক কথা হত। মাঝে মাঝে আমাকে বলতো,ফেইসবুকে তোমার সবচেয়ে ভাল ফ্রেন্ড কে?আমি অন্য কারো নাম বলতাম।যদিও নিসুকে আমি অনেক ভাল ফ্রেন্ড ভাবতাম।কিন্তু ওকে আমি কখনও তা বুঝতে দেইনি। একবার তো ও রাগই করে ফেলেছিল এই বলে যে,আমি এতোদিন ধরে তোমার সাথে কথা বল্ছি,সবকিছু শেয়ার করছি,তাও তোমার বেস্ট ফ্রেন্ড হতে পারলাম না?আর সবাই তোমার বেস্ট ফ্রেন্ড হয়ে গেল?ওইদিন ওর রাগ ভাঙানোর জন্য না পেরে ওকে বলেছিলুম,বিশ্বা স কর নিসু। আমার অনেক বেস্ট ফ্রেন্ড আছে।তার মধ্যে তুমিও একজন।যারপরনাই ওইদিন সে অনেক খুশি হয়েছিল এবং ওর ফোন দিয়ে বলেছিল সময় হলে ওকে একবার ফোন করতে। তারপর থেকে ফোনে অনেক কথা হত।তখনও আমি জানতাম না ও আমার প্রতি দুর্বল কি না। একদিন কেন জানি ইচ্ছে হল ওর সাথে একটু মজা করে দেখা যাক ও আমার প্রতি দুর্বল কি না। আর কি!তাই করলাম।সাথে সাথে ওকে ফোন দিয়ে বললাম,নিসু তুমি কি এখন ব্যস্ত?তোমার সাথে আমার খুব দরকারী কথা আছে।ও বলল,কি কথা?আমি বললাম,একটা কথা। তোমাকে জানাতে চাই এবং আমি জানতে চাই। জানিনা তখন সে কিছু বুঝেছিল কি না।ও আমাকে বলল ও নাকি এখন একটু ব্যস্ত আছে।পরে ও আমাকে ফোন দিবে। প্রায় ১ ঘন্টা পর ও আমাকে ফোন দিল।বলল,এবার বল কি জানতে চাও আর জানাতে চাও? আমি বললাম,নিসু তোমাকে যা বলব তাতে রাগ করবে নাতো?ও বলল,কি যে বল?পৃথিবীর সবার সাথে রাগ করতে পারলেও তোমার সাথে আমি রাগ করতে পারবনা।এবার বল।তারপর আমি বললাম,ওকে নিসু!আমি তোমাকে জানাতে চাই যে,আমি তোমাকে ভালবাসি।আর জানতে চাই তুমি কি আমাকে ভালবাস?প্লিজ সত্যি করে বল নিসু?তখন ও বলল।তুমি কি সত্যি আমাকে ভালবাস? আমি বললাম,কেন নিসু?তোমার কি বিশ্বাস হচ্ছে না?দেখ তুমি,তুমি য দি আমাকে না ভালবাস কাল থেকে ফেইসবুকে আর আসবনা এবং কোথা থেকে কোথায় যাব নিজেও জানি না।তখন ও আমাকে বললো,সেও নাকি আমাকে খুব ভালবাসে।কিন্তু এতোদিন বলতে পারেনি।ও নাকি এইদিনেরই অপেক্ষায় ছিল যেদিন আমি ওকে ভালবাসি বলব।আজ সে খুব সুখি। তাই বললো আমাকে। তারপর অনেকদিন প্রেম চলছে।একদিন আমার ফেইসবুকের একটা ফ্রেন্ড বললো,দোস্ত তোকে একটা নাম্বার দেই।তুই ফোন দিস। চাইলে প্রেমও করতে পারবি।আমি নিতে চাইনি।ও আমাকে জোর করে দিয়েছিল।আর ও যেই নাম্বারটি দিল সেটা হল নিসুর। কিছুটা আঁতকে উঠলাম।তারপর ওর আর কিছু ভালো ফ্রেন্ডের সাথে আমি ফ্রেন্ডশীপ করে সবাইকে একটাই কথা বলেছিলাম যে,দোস্ত একটা প্রেম করতে চাই একটা মেয়ে দাও।সবাই বলল মেয়ে তো দিতে পারব না,তবে নাম্বার দিতে পারি। অনেকে অনেক নাম্বার দিল।তার মাঝে নিসুর নাম্বারও।তারপর একদম পরিষ্কার হলুম ও একটা কল গার্ল। এরপরেও নিশ্চিত হওয়ার জন্য ওকে ফোন দিয়ে সব বললাম।তারপর থেকে সে আমার সাথে আর কথা বলেনি।আমার নাম্বারটা ব্লক দিয়েছিল এবং ফেইসবুক্ফ আমার আইডিটাও।জানিনা এই ঢঙের মধ্যেও ওকে কতটুকু ভালবেসে ফেলেছিলাম।জানি ও আমাকে ধোঁকা দিতে এসেছিল কি না।তবে ওইদিন খুব কষ্ট পেয়েছি।যা আজও মনে পড়লে অনেক কষ্ট পাই। জানিনা এখন সে কোথায় আছে,কার আছে,কেমন আছে।তবে নিসু তোমার চোখে যদি এই গল্পটা পড়েই যায় আর তাতে তুমি বিন্দু পরিমাণ কষ্ট পাও,তবে আমি ক্ষমাপ্রার্থী।ম াফ করে দিও আমায় আর ভাল থেকো তুমি…
सदस्यता लें
टिप्पणियाँ भेजें (Atom)
कोई टिप्पणी नहीं:
एक टिप्पणी भेजें