♥ তুমি কি ভেবেছিলে ? ♥
নীলা ,
তুমি কি ভেবেছিলে ?
তোমার কাছ থেকে প্রত্যাখ্যাত হয়ে আমি বিরহের তীব্র আগুনে ঝলসে যাব ?
হতাশার গভীর সাগরে সাঁতার না জানা শিশুর মত হাবুডুবু খাব ?
তুমি কি মনে করেছিলে ?
তোমার ঘৃণার অজস্র কালসাপের দংশনে বেদনায় আমি নীল হয়ে যাব ?
তোমার কঠিন কথার তীক্ষ্ণ শরগুলোর আঘাতে আমার শরীর ছিন্নভিন্ন হয়ে যাবে ?
কিন্তু , না ।
আর কিছু না থাকলেও আমার একটা নিজস্ব অহংবোধ আছে ।
ভুল বুঝো না আবার !
আমি বলেছি অহংবোধ , বলিনি অহংকার !
তোমার একটা জিনিস ই আমার নেই , আর সেটা হল অহংকার ।
আমার ইমেজের স্পর্শে তোমার ঐ বিরহের তীব্র আগুন পরিণত হবে -৫ ডিগ্রি সেলসিয়াসের বরফে ,
আর , আমার আত্মশক্তির গভীরতার তুলনায় তোমার ঐ সাগরের গভীরতা তো কিছুই নয় ।
আত্মশক্তির বলে বলীয়ান হয়ে সেই অহংকারের সাগরে আমি ভেসে রইব ,
সাগরের বুকে হঠাৎ জেগে উঠা কোন চরের মত ।
আমার ব্যক্তিত্বের স্পর্শে তোমার ঐ অজস্র কালসাপ লেজ গুটিয়ে পালাবে ।
আর নীল বিষ ?
সেটাকে কিভাবে মধুতে পরিণত করতে হয় তা আমি ভালই জানি ।
তোমার ছোড়া সেই সুতীক্ষ্ণ শর গুলো যখন ই আমার অনুভূতিকে স্পর্শ করবে ,
তখন ই সেগুলো ভোঁতা হয়ে যাবে ।
আর আমার অনুভুতি ?
সে হবে তীক্ষ্ণ হতে তীক্ষ্ণতর ।
कोई टिप्पणी नहीं:
एक टिप्पणी भेजें